প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুঁজবে মামা শিয়ালে

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইচ করা জাস্ট ওয়ান টু এর ব্যাপার

নিজে নিজে কর

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

১২.১: ডিমের দাম নামে একটা ভেরিয়েবল পাইথনে লিখ এবং সেটার মান পরিবর্তন করে নতুন আরেকটা মান সেট কর।

১২.২:আটার দাম নামে একটা ভেরিয়েবল পিএইচপিতে লিখ এবং সেটার মান পরিবর্তন কর। আটার দাম না জানলে এখন দোকানদারকে ফোন দেয়ার দরকার নেই। আন্দাজে একটা দাম লিখে ফেল। আর হ্যাঁ, পিএইচপিতে যে ভেরিয়েবলের নামের আগে $ চিহ্ন দিতে হয় সেটা ভুলে গেলে কিন্তু চলবে না!

১২.৩: সি(C) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বাস ভাড়া নামে একটা ভেরিয়েবল লিখ। সেটার মান সেট কর। পরের লাইনে বাস ভাড়া চেইঞ্জ করে নতুন ভাড়া সেট কর।

আর খেয়ে দেয়ে কোন কাজ কাম না থাকলে www.JhankarMahbub.com দেখে আয়