নিজে নিজে কর

আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই object

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট কর। প্রথমে নিজে নিজে চেষ্টা কর। না পারলে অন্যদের কমেন্ট দেখে চেষ্টা কর। সেটাও করতে না পারলে, কেনো পরতেছস না, সেটা কমেন্ট কর।

৪.১ : তোর বাসার কোনো একটা জিনিসের নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার কর। সেই অবজেক্টের একটা নাম দিবি। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেই অবজেক্টের তিনটা প্রপার্টি লিখবি।

৪.২ : রাস্তাঘাটে, বাসার বাইরে অনেক কিছু দেখা যায়। সেখান থেকে যেকোনো একটা জিনিসের নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার কর। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেই অবজেক্টের তিনটা প্রপার্টি লিখ।

৪.৩ : তোর নিজের নাম দিয়ে একটা অবজেক্ট ডিক্লেয়ার কর। সেখানে তিনটা প্রপার্টি লিখবি। যার মধ্যে একটা প্রপার্টির নাম হবে জান পাখি (jaanPakhi) এবং সেই প্রপার্টির মান হবে তোর প্রিয়জনের নাম। ধর, কিছুদিন পরে তোর আগের রিলেশন ভেঙে নতুন আরেকজনের সাথে সিস্টেম হয়ে গেছে। তাই তুই তোর jaanPakhi প্রপার্টির মান চেঞ্জ করে নতুন নাম সেট করে ফেল। যাতে তোর নতুন প্রিয়জন আগেরজনের নাম না জেনে যায়।